ভারতে ফেসবুকে (Facebook) গ্রাহক সংখ্যা কিছুটা কমেছে! এই প্রসঙ্গে সংস্থার অর্থ সচিব সম্প্রতি জানান, ডেটার খরচ বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। যদিও আরও কয়েকটি কারণও এই প্রসঙ্গে উঠে এসেছে।
মার্কিন প্রযুক্তি সংস্থাটির দাবি, পুরুষশাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্কও পুরুষশাসিত। তাই এখানে নিজেদের বিপন্ন অনুভব করেন অনেক ভারতীয় মহিলা। নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার ভয়েই তাঁদের অনেকে ফেসবুক ছাড়ছেন। তাছাড়া যাঁরা মূলত ভিডিও কনটেন্ট দেখা পছন্দ করেন, তাঁদের কাছে ক্রমশই ফেসবুকের প্রহণযোগ্যতা কমছে।
তবে এই প্রসঙ্গে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সংস্থা নিয়মিত ভাবে এই বিষয়ে সমীক্ষা করে চলেছে এবং তারা সমস্যাগুলির মোকাবিলা করতে উদ্য়োগ নিয়েছেন। উল্লেখ্য, ভারতে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখনও বিশ্বে সর্বাধিক। গত নভেম্বর পর্যন্ত ভারতের ৪৫ কোটি সক্রিয় ফেসবুক সদস্য ছিলেন। তবুও এদেশে ব্যবসা আরও বাড়াতে আগ্রহী মেটা।
Monkeypox Case in India: দেশে তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল কেরালায়
উল্লেখ্য, সারা পৃথিবী জুড়েই ফেসবুক সদস্যদের এনগেজমেন্ট বাড়াতে চাইছে মেটা। এই পরিস্থিতিতে আগামী কিছু দিনের মধ্যে ফেসবুকে ধাপে ধাপে একাধিক নতুন ফিচার আনতে মার্ক জুকারবার্গের সংস্থা। এগুলির মধ্যে অন্যতম হল একটি অ্যাকাউন্ট থেকেই সর্বোচ্চ পাঁচটি ফেসবুক প্রোফাইল তৈরি করা সম্ভব হবে। সংস্থার আশা এই সমস্ত নতুন ফিচারের সাহায্যে তারা আগামীতে ফেসবুকের সদস্য সংখ্যা আরও বাড়াতে পারবে।