এমন অনেক জীবিকার মানুষ রয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য যাঁরা অপেক্ষা করে থাকেন পুজোর জন্য। এদিকে কলকাতায় তো এখন পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই। তাই ষষ্ঠী অবধি কলকাতাতে থাকলেই সব ঠাকুর দেখে নেওয়া সম্ভব। তাই পুজোর ছুটিতে, দিন কয়েকের জন্য ঘুরে আসতে পারেন কাছে-পিঠে। কাছাকাছি ঘুরে আসতে এই নিরিবিলি জায়গাগুলি বেছে নিতে পারেন।
তুলিন
পশ্চিমবঙ্গ আর ঝাড়খন্ডের ঠিক সীমান্তের একটি ছোট্ট গ্রাম তুলিন (Tulin)। এটি পুরুলিয়ার শেষ গ্রামও বটে। এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আর এই গ্রামে মাথা তুলে দাঁড়িয়ে আছে বানসা পাহাড়। একদিনে পাহাড় অন্যদিকে নদী, সঙ্গে দোসর সাঁওতালী গান।
রামধুরা
কয়েকদিনের ছুটি নিয়ে যদি পাহাড় ঘুরতে যেতে চান তাহলে আপনার জন্য আদর্শ জায়গা কালিম্পং থেকে ১৫ কিলোমিটারের দূরের পাহাড়ি গ্রাম রামধুরা (Ramdhura)। সবুজে ঘেরা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে।
ঝিলিমিলি:
বাঁকুড়ার মুকুটমণিপুর অতি জনপ্রিয় স্থান। সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে, একটু অন্য ধরনের জায়গায় যেতে চাইলে ঝিলিমিলি। বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শাল গাছে ভরা আমডুবির জঙ্গল পেরিয়ে যেতে হবে ঝিলিমিলির জঙ্গলে। কলকাতা থেকে ২৮০ কিলোমিটার দূরত্ব। জঙ্গলের ভিতর কটেজ এবং অপূর্ব সুন্দর ট্রি-হাউজ। রিমলি কটেজে থাকা খাওয়া মিলিয়ে খরচ ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।