পরাধীনতার শেকল ছেঁড়ার ৭৬ বছর! দেশজুড়েই নানা উদযাপন,বিশেষ করে অগাস্ট মাসটা। বিগত বেশ কয়েক বছরের ট্রেন্ড মেনে এবারেও দোকানে বাজারে স্পেশাল ডিসকাউন্ট।
বাহারি সব নামের রকমারি ছাড়। অতিকায় হোর্ডিং-এ ছয়লাপ রাস্তাঘাট-শপিং মল। কেনাকাটায় আগ্রহীরা এমন সুযোগ ছাড়বেন কেন? ডিজিটাল জমানায় কেনাকাটার নতুন ঠিকানা অনলাইন শপিং।নানা ই কমার্স সংস্থা তাদের সেলের পসরা সাজিয়ে রেখেছে ক্রেতাদের জন্য। কেউ দিচ্ছে 'রাইট টু ফ্যাশন সেল', কেউ 'ইন্ডিপেন্ডেন্স ডে সেল' , কারোর কাছে 'ফ্যাশনেশন সেল' এর হাতছানি। ছাড়ের পরিমাণও নেহাত কম নয়, কেউ ৫০%, কেউ ৭৫%।
কোথাও ছাড় পোশাকে, কোথাও আসবাবে, কোথাও আবার মেক ওভারে। সেলের নিরিখে কে কাকে টেক্কা দেয়, যেন তারই প্রতিযোগিতার মাস অগাস্ট।