উৎসবের মরশুমের আগে ভ্রমণপ্রিয়দের জন্য দারুণ খবর। খুলতে চলেছে ভারত-ভুটান সীমান্ত। করোনা অতিমারির কারণে অসম সীমান্তের (Assam Border) সামদ্রুপ জংখার ও গেলফুতে ভারত-ভুটান সীমান্তের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামী ২৩ সেপ্টেম্বর দীর্ঘ আড়াই বছর পর এই গেটগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, দুর্গাপুজোর আগে এই সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি পর্যটকরা।
করোনা অতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা বিশ্ব। নিজেদের আর্থিক দিক থেকে চাঙ্গা করতে বেশির ভাগ দেশ নিজেদের পর্যটন কেন্দ্রগুলি খুলে দিয়েছে। কিন্তু করোনার প্রথম দিক থেকে পর্যটকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল ভুটান। তাই এবার করোনা পরিস্থিতি সামান্য স্বাভাবিক হতেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভারত-ভুটান সীমান্ত। এর ফলে শুধু পর্যটন নয়, দুই দেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে। সামনেই দুর্গাপুজো, ডিসেম্বর পর্যন্ত পরপর নানা উৎসব পরব লেগেই রয়েছে, তার আগে এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পর্যটক মহলে।
বুধবার, অসমের বোঙ্গাইগাঁও জেলার চাপরাকাটায় এসএসবিপ আঞ্চলিক সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন, ভুটানের আধিকারিক সশস্ত্র সীমা বলের ১৫তম ব্যাচালিয়নের কম্যান্ড্যান্ট ও আঞ্চলিক সদর দপ্তরের ইনচার্জ নীরজ চন্দ ও সমস্ত এসএসবির-র কর্মকর্তারা। ওই বৈঠকেই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।