ভারতে কবে ইদ পালিত হবে তা এখনও জানা যায়নি। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বৃহস্পতিবার ইদের চাঁদ দেখা গিয়েছে। তাই ওই দেশগুলিতে ইদ পালিত হবে শুক্রবার।
ভারতে কবে ইদ পালিত হবে তা ঘোষণা করে দিল্লির জামা মসজিদ। মনে করা হচ্ছে ভারতে শনিবার ইদ পালিত হতে পারে। যদি শুক্রবার ভারতে চাঁদের দর্শন মেলল তাহলে ইদ পালিত হবে শনিবারই।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের নবম মাস হল রমজান। সেই মাসে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা৷ সূর্যোদয় থেকে সূর্যাস্ত করেন নির্জলা উপবাস। রমজানের পর দশম মাস হল শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনই পালিত হয় ইদ-উল-ফিতর।
ভারতের পাশাপাশি ফিলিপিন্স, মালয়েশিয়া, তাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়ার মতো দেশেও শনিবার ইদ পালিত হওয়ার কথা।