তিনি সমকামী । বছর তিনেক আগেই নিজেই ঘোষণা করেছিলেন দ্যূতি চাঁদ (Dutee Chand) । ভারতীয় অ্যাথলিট হিসাবে তিনিই প্রথম ঘোষিত সমকামী । সেই নিয়ে কম আলোচনা হয়নি । কিন্তু, সমাজের সীমাবদ্ধ ধ্যান-ধারণায় কোনওদিনই নিজেকে আবদ্ধ করেননি । আরও একবার সেই প্রমাণ দিতে চলেছেন । এবার তাঁর সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন দ্যূতি (Dutee Chand Marriage)। খুব শীঘ্রই বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন ভারতের এই স্প্রিন্টার ।
ভারতীয় দণ্ডবিধির৩৭৭ (decriminalisation of 377) ধারা বাতিল হয়েছে, আইনের চোখে সমকামীতা আর অপরাধ নয় এ দেশে। কিন্তু, সমকামী বিয়ে এখনও আইনি স্বীকৃতি পায়নি । সেক্ষেত্রে, বিয়ে করলে কোনওরকম শংসাপত্র পাওয়া যাবে না । দ্যূতি সেকথা জানেন । তাহলে বিয়ের পরিকল্পনা কেন ? আসলে, গত ডিসেম্বরে হায়দরাবাদ এবং এই মাসে কলকাতায় (Kolkata Same Sex Marriage) বেশ ধূমধাম করেই সমকামী বিয়ে হয়েছে । আর এগুলো দেখেই দ্যূতি ঠিক করে নিয়েছেন, এবার তিনিও বিয়েটা সেরে ফেলবেন । এই বিষয়ে তাঁর আইনজীবীর সঙ্গেও কথা হয়েছে ।
আরও পড়ুন, NASA: নক্ষত্রের মৃত্যুর মুহূর্ত ধরা পড়ল ওয়েব টেলিস্কোপে, একগুচ্ছ ছবি সামনে আনল নাসা
২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর বিয়ের পরিকল্পনা করেছেন দ্যূতি । তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশির ভাগ সময় বাড়িতেই থাকেন না । কোনওসময় প্রস্তুতি শিবিরে থাকেন,না হলে প্রতিযোগিতার জন্য বাইরে থাকেন । তাছাড়া, তাঁর সঙ্গিনীর বয়স এখন মাত্র ২২ । আর তাঁর ২৬ । তাই এখন আরও দুই থেকে তিন বছর খেলাধূলা করতে চাইছেন । ২০২৪ অলিম্পিক্সের পরই বিয়ে নিয়ে ভাববেন বলে জানিয়ে দিয়েছেন ।বিয়ের আগে আপাতত দ্যূতির লক্ষ্য এই বছরের বার্মিংহাম কমনওয়েলথ গেমস। রিলেতে নামছেন ওড়িশার দ্যূতি ।
কয়েকদিন আগেই কলকাতায় ধূমধাম করে বিয়ে হয়েছে অভিষেক রায় এবং চৈতন্য শর্মার । এটাই কলকাতার প্রথম সমকামী বিয়ে । বিয়েতে জাঁকজমকের কিছু কমতি ছিল না, আর ভালবাসারও। সব আচার, নিয়ম নিষ্ঠা মেনে পরিবার পরিজনের উপস্থিতিতেই চার হাত এক হয় তাঁদের ।