গত পাঁচ বছরে প্রায় দু’কোটি ভারতীয় মহিলা চাকরি (Indian Women Quits Job) ছেড়েছেন । সম্প্রতি, পঞ্চম জাতীয় স্বাস্থ্য সমীক্ষায় এমনই তথ্য উঠে আসছে । তবে, মহিলাদের চাকরি ছাড়ার প্রবণতা ভারতের অর্থনীতির (Indian Economy) জন্য মোটেই সুখকর নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা চাকরি ছেড়েছেন, তাঁরা আর কেউ কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন না । কোভিডের ধাক্কায় দেশের অর্থনীতির অবস্থা প্রায় তলানিতে । এই পরিস্থিতিতে, এভাবে মহিলাদের (Indian Women) চাকরি ছাড়ার প্রবণতা দেশের অর্থনীতির জন্য মোটেই ভাল নয় । সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর প্রকাশিত এক তথ্য অনুযায়ী, ২০৩৪-৩৫ সালের মধ্যেই দেশের অর্থনীতি কোভিডের ধাক্কা সামলে উঠতে পারে । তবে, তা সম্ভব একমাত্র যদি আগামী দশকে দেশের অর্থনীতি যদি ৭.৫ হারে বৃদ্ধি পায় । কিন্তু, যদি মহিলারা কাজে যোগদান না করেন, তাহলে এই লক্ষ্যে পৌঁছানো কখনই সম্ভব নয় ।
আরও পড়ুন, Breast Cancer: স্তন ক্যানসারজয়ীদের কথা ভেবে বাজারে স্পেশাল ব্রা! কোথায় পাওয়া যায় জানেন?
এছাড়া, এই সমীক্ষায় আরও দেখা গিয়েছে, দেশের নাগরিকদের প্রজনন হার প্রায় ০.১ শতাংশ হ্রাস পেয়েছে । শহরগুলিতে এই হ্রাসের হার প্রায় ১.৬ শতাংশ । এরকম চলতে থাকলে আগামী ২০ বছরে দেশে কর্মরত জনসংখ্যা আরও কমে যাবে । যা রীতিমতো চিন্তার বিষয় ।