শীতের মরসুম । অনেকেই এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন । কেউ চাইছেন কাছে পিঠে, দেশের মধ্যেই ভ্রমণ, কারও আবার প্ল্যান বিদেশ যাওয়ার । কিন্তু, সমস্যা একটাই ভিসা । বিদেশে যেতে গেলে ভিসা লাগবেই । অনেকেই এই ভিসা নিয়ে সমস্যায় পড়েন । তবে, জানেন কি বিদেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানে যেতে ভারতীয় পর্যটকদের কোনও ভিসা লাগবে না । তাই টিকিট কাটার আগে একবার দেখে নিন কোন কোন দেশ ভারতের জন্য ভিসামুক্ত ।
সম্প্রতি, ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের ঘোষণা করেছে ইরান । এছাড়া, সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং কেনিয়া । তবে, ভিসা মুক্ত ভ্রমণের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময় রয়েছে । থাইল্যান্ডে যেমন ঘোষণা করা হয়েছে, ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়া ২০২৩-এর ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১০ মে পর্যন্ত ঘুরতে পারবেন । ভিসা ছাড়া ৩০ দিন থাকার অনুমতি দেওয়া হয়েছে । একই শর্ত দিয়েছে শ্রীলঙ্কা, এখানে ৩১ মার্চ পর্যন্ত মিলবে ভিসা ফ্রি ভ্রমণ । অন্যদিকে, ইরান তো ভারতের জন্য পুরোই ভিসা মুক্ত ভ্রমণের ঘোষণা করেছে ।
উল্লেখ্য, এই চার-পাঁচটা জায়গা ছাড়া, আরও বেশ কিছু দেশ রয়েছে, যারা ভারতীর পর্যটকদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের ঘোষণা করেছে । সেই তালিকায় রয়েছে ওমান, কাতার, জামাইকা, নেপাল, ভূটান, কাজাখাস্তান, হংকং, মরিশাস ইত্যাদি ।