বৈবাহিক জীবনে নামছে অন্ধকার, আর তার পেছনে খলনায়ক হাতে থাকা ওই স্মার্টফোনটাই, বলছে সাম্প্রতিক সমীক্ষা।
মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে কী ভূমিকা স্মার্টফোনের, সেই নিয়েই একটি সমীক্ষা চালানো হয়েছিল সম্প্রতি। সমীক্ষার নাম ছিল 'সুইচ অফ'। সমীক্ষায় অংশ নেওয়া ৬৭ শতাংশই বলছেন, সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সময়েও স্মার্টফোন থাকে তাঁদের হাতে। ৮৯ শতাংশের অকপট স্বীকারোক্তি, স্মার্টফোনের ফলে সঙ্গীর সঙ্গে কথাবলাও কমে গিয়েছে।
Basirhat TMC inner clash : বসিরহাটে কনস্টেবলকে গুলি চালানোর ঘটনায় ৪১ জনের জামিন মঞ্জুর করল আদালত
৮৮ শতাংশের দাবি, স্মার্টফোনের বাড়তে থাকা ব্যবহার, তাঁদের বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, আমেদাবাদের প্রায় ১০০০ জন স্মার্টফোন ব্যবহারকারী সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এদের প্রত্যেকেরই দিনে গড়ে দেড় ঘণ্টা মতো ফাঁকা সময় থাকে। অধিকাংশেরই স্বীকারোক্তি, পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে স্মার্টফোনে সময় কাটেন।