দেশের বাজেট প্রস্তাব পেশের দিনটি অর্থনীতিবিদ, রাজনীতিবিদিদের জন্য যতটা বড়, ফ্যাশন বিশেষজ্ঞদের জন্যেও ততোটাই, বিশেষ করে দেশের অর্থমন্ত্রী যদির যদি আলাদা ফ্যাশন স্টেটেমেন্ট থাকে, তাহলে তো বটেই। বিগত কয়েক বছরের মতোই এ বছরেও হতাশ করলেন না নির্মলা সীতারমণ। নীলের ওপর সাদা সুতোর কাজ করা কাঁথা স্টিচের শাড়িতে সংসদে এলেন।
এর আগের পাঁচটি বাজেট পেশের দিনেও নির্মলা সীতারমণ তাঁর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টেই সাবলীল ভাবে ধরা দিয়েছেন। কখনও সম্বলপুরি সিল্ক, হলুদ কাঞ্জিভরম অথবা পোচমপল্লি, কখনও লাল পেড়ে সাদা শাড়িতে সেজেছিলেন। প্রতিবারই দেশের কোনও না কোনও প্রদেশের আঞ্চলিক শিল্পের ছোঁয়া থেকেছে অর্থমন্ত্রীর সাজে। এবারও তার অন্যথা হল না।