পরিবার (Family) । এই একটা শব্দেই লুকিয়ে আছে অনেকগুলি অর্থ । ভালবাসা, শাসন, আশ্রয়, ভরসা, সর্বোপরি একতা । এই পরিবারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৫ মে 'আন্তর্জাতিক পরিবার দিবস' (International Day of Families 2022) পালন করা হয় । আসুন এই বিশেষ দিনে আমরা পরিবারের গুরুত্ব সম্পর্কে জেনে নিই, যে পরিবার সবসময় আমাদের পাশে থাকে, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের গাইড করে ।
সবসময় পাশে থাকে 'পরিবার'
পরিবার মানে একতা । তাই, পরিবার কখনও আপনাকে একা থাকতে দেবে না । জীবনের কঠিন সময় শক্ত করে আপনার হাতটা ধরবে এই পরিবারই । আমাদের জীবনের বড় অবলম্বন আমাদের 'পরিবার' ।
সবচেয়ে বড় সমালোচক
আপনার সবথেকে বড় সমালোচক পরিবারের মানুষগুলি । কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিৎ, আর কোনটা করা উচিৎ নয়, সবসময় তাঁরা পরামর্শ দেন । ভুল করলে, সেই ভুলটাও ধরিয়ে দেন । বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেন ।
আরও পড়ুন, Eye Makeup Tips : চিরাচরিত ব্ল্যাক আইলাইনারকে বলুন গুডবাই, চোখের মেক-আপে নিয়ে আসুন বোল্ড লুক
ভাল ও খারাপ, সবসময় পাশে থাকে পরিবার
ভাল হোক বা খারাপ, সব পরিস্থিতিতেই পাশে থাকে পরিবার । ভাল সময় যেমন আপনার সঙ্গে উদযাপন করবে, তেমনই খারাপ সময়ে লড়াই করার শক্তি দেবেন সেই মানুষগুলো ।
শুভাকাঙ্খী
আমাদের সবথেকে বড় শুভাকাঙ্খী হল আমাদের পরিবার । জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা । আমরা যাতে সবসময় ভাল থাকি, সবসময় সেটাই চান তাঁরা । লক্ষ্যে পৌঁছনোর জন্য সবসময় আমাদের গাইড করেন ।