তাঁরা এই পৃথিবীর অর্ধেক আকাশ। অথচ এখনও নারীদের লড়তে হয় বৈষম্যের বিরুদ্ধে। প্রতিরোধ গড়তে হয় প্রতিদিন৷ ঘর থেকে কর্মস্থল- পিতৃতন্ত্রের শিকলের বিরুদ্ধে এই নিরন্তর সংগ্রামকে একটু আলো-হাওয়া দেয় একটি তারিখ- ৮ মার্চ, আর্ন্তজাতিক নারী দিবস।
বহু দেশে দিনটি পরিচিত আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস হিসেবেই। ১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (New York) রাস্তায় নেমেছিলেন ১৫,০০০ নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেওয়া এই দিনের। ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপুঞ্জে প্রথম বার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল ১৯৭৫ এর ৮ মার্চ।
আর পাঁচটা দিবসের মতো নিছক উদযাপনেই শেষ হয়ে যায় না ৮ মার্চের গুরুত্ব। প্রকৃত সমতার লক্ষ্যে যে নিরন্তর সংগ্রাম গোটা বিশ্বের নারীদের, সেই সংগ্রামের অতি গুরুত্বপূর্ণ এক মাইলফলক ৮ মার্চ।