৮ মার্চ। বিশ্বজুড়ে পালিত হবে নারী দিবস। এই বিশেষ দিনে মা, স্ত্রী, বান্ধবী, বোন বা সহকর্মীকে অনেকেই উপহার দিতে পছন্দ করেন। কিন্তু কী দেবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল লাস্ট মিনিট টিপস। চট করে দেখে নিন কী কী উপহার দেওয়া যেতে পারে।
গাছ
এমন সুন্দর দিনে অর্থপূর্ণ এবং উপযোগী কিছু উপহার হিসেবে দিতে চাইলে আপনার তালিকার প্রথমেই রাখতে পারেন ছোট্ট ইনডোর প্ল্যান্ট। যা ঘর, বারান্দা কিংবা ব্যালকনির মতো জায়গার শোভা বাড়াবে।
ডার্ক চকোলেট
এমন দিনে মিষ্টি মুখ না হলে চলে না। ফলে উপহার হিসেবে ডার্ক চকোলেট কিন্তু মন্দ না। এতে হার্ট ভাল থাকে।
বই
উপহার হিসেবে বইয়ের কোনও বিকল্প নেই। আন্তর্জাতিক নারী দিবসে উপহার হিসেবে নারীদের নিয়ে লেখা কোনও বই দিতে পারেন, যা তাঁদের জীবনযুদ্ধকে অনুপ্রাণিত করতে পারবে।
স্মার্টওয়াচ
মহিলারা ঘড়ি পছন্দ করেন। আন্তর্জাতিক নারী দিবসে তাঁদের হাতে তুলে দিতে পারেন স্মার্টওয়াচ। এতে সময় দেখার পাশাপাশি তাঁরা স্বাস্থ্যেরও খেয়াল রাখতে পারবেন।
আরও পড়ুন - আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস! জেনে নিন দিনটির ইতিহাস, প্রাসঙ্গিকতা
ইয়ারবাড
গান শুনতে সকলেই পছন্দ করেন। আন্তর্জাতিক নারী দিবসে উপহার হিসেবে ইয়ারবাডও দিতে পারেন।