যে রাঁধে সে চুলও বাঁধে- এমন উচ্চারণকে পিছনে ফেলে বহুদিন আগেই জীবনের বৃহত্তর আকাশে উড়াল দিয়েছেন অসংখ্য নারী। তাঁদের বুদ্ধিমত্তা, বীরত্ব, সাহস গর্বিত করেছে সমগ্র জাতিকে। সমৃদ্ধ করেছে দেশকে। এমনই এক নারী শাহীদা পারভিন গাঙ্গুলি। জম্মু কাশ্মীর পুলিশের সিআইডি সেলের প্রাক্তন অ্যাসিসট্যান্ট কমিশনার, একজন দুর্দান্ত এনকাউন্টার স্পেশালিস্ট। তিনি ছিলেন জম্মু কাশ্মীরের প্রথম নারী পুলিশ অফিসার।
ভয় শব্দটা তাঁর অভিধানে নেই। জম্মু কাশ্মীরের প্রাক্তন এসিপি শাহিদা বিশ্বাস করেন, সবটাই আমাদের মনে থাকে। রক্ষণশীল মুসলমান পরিবারে বেড়ে ওঠা, মেয়েটার আইপিএস হয়ে ওঠার রাস্তা বড় মসৃণ ছিল না। সমাজের স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার গল্প তাঁর জীবনের রোজনামচার অংশ।
Srijit Mukherji-Durga rahasya: দেব-বিরসার ব্যোমকেশ আসছে, একই গল্প নিয়ে শুটিং শুরু করলেন সৃজিতও
শাহিদা পরভিনের জীবন, তাঁর রোজকার লড়াই, সত্যের সঙ্গে আপোষহীনতা ভারতীয় মেয়েদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিনিয়ত।