বাঙালির ভ্যালেন্টাইন্স ডে (Valentine's day) সবে পেরিয়ে এলাম আমরা। সরস্বতী পুজোয় শীতের আমেজ একটু হলেও ছিল। তবে এবার বসন্ত জাগ্রত দ্বারে। সঙ্গে মনও ফুরফুরে। দরজায় কড়া নাড়ছে প্রেম দিবস। এই দিনটি কিন্তু এখন আর একা আসে না, মা দুজ্ঞার মতো সাঙ্গপাঙ্গ নিয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে ১৪ ফেব্রুয়ারির প্রেম দিবস।
অনেকেই মনে করেন প্রেমের জন্য আলাদা কোনও দিন হয় না, প্রত্যেকটা দিনই প্রেমের দিন। আবার কেউ কেউ বেশ ঘটা করেই উদযাপন করেন প্রেমের সপ্তাহ।
আহা! স্কুল কলেজের দিনগুলোয় ভালোবেসেছেন, আর প্রেমিকাকে টেডি বিয়ার (Teddy Bear) দেননি! ধর্ম বিরুদ্ধ কাজ করেছেন মশাই। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, যদি না এবার একটা মিষ্টি টেডি উপহার দেন আপনার প্রিয়াকে। তার জন্য সবচেয়ে ভালো দিন ১০ ফেব্রুয়ারি।
টেডি ডে, শুনলেই কেমন মিষ্টি মিষ্টি লাগে, না? কিন্তু এই দিন উদযাপনের পেছনে রয়েছে গভীর এক বার্তা।
১৯০২ সালের নভেম্বরে মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। সারাদিন খুঁজেও শিকার জোটেনি একটাও। অগ্যতা সঙ্গীরা তাঁর মন রাখতে একটি কালো ভালুকছানা খুঁজে এনে গাছে বেঁধে রাখেন। কিন্তু এমন ছোট্ট মিষ্টি প্রাণী দেখে তাকে আর তিনি মারতে পারেননি। এই ঘটনার পরই পশুহত্যা বন্ধ করে দেন রুজভেল্ট। তাঁর এই ভাবনাকেই শ্রদ্ধা জানাতে এক কার্টুনিস্ট এই ভালুকের একটি কার্টুন আঁকেন। সেই ছবি দেখে তৈরি হয় টেডি বিয়ার। বাকিটা তো ইতিহাস।