র্যাগিং রুখতে এবার টোলফ্রি হেল্পলাইন (Helpline Number) নম্বর প্রকাশ করল লালবাজার (Lalbazar)। ইতিমধ্যেই যাদবপুরের মেন হস্টেলের বাইরে একটি পোস্টার (Anti Ragging Poster) লাগানো হয়েছে। যেখানে রয়েছে হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮।
যাদবপুরের ছাত্র মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার পরেই র্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে নম্বরে ফোন করলেই র্যাপিড অ্যাকশন নেওয়া হবে। এমনকি অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখা হবে। এবার সেই মতোই কাজ শুরু করে দিল লালবাজার। ইতিমধ্যেই যাদবপুরের মেন হস্টেলের বাইরে লাগানো হয়েছে এই পোস্টার।
আরও পড়ুন - চন্দ্রযান-৩-এর সফল অবতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যাদবপুরের, কী বলছেন অমিতাভরা
শুধু যাদবপুর নয়। এই পোস্টার লাগানো হচ্ছে শহরের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির সামনে। যে পোস্টারে লালবাজারের তরফ থেকে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।