বিসর্জনের আগে মা জগদ্ধাত্রীর বরণে মেতেছে বাংলা। ওই সুন্দর ঢাকাই পরে মা'কে বরণ করছেন পাড়ার মহিলারা...থুড়ি মহিলা কোথায় এ যে পুরুষেরাই বরণ করছেন শাড়ি পরে। এ কেমন কথা? নতুন নয়, ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে এই নিয়ম চলে আসছে ২৩০ বছর ধরে।
শোনা যায় ইংরেজ ছাউনী ছিল ভদ্রেশ্বর গৌর হাটি এলাকায়।সেই সময় নিরাপত্তার কারণে বাড়িরর মহিলা বাড়ি থেকে বের হত না ।তাদের অন্দর মহলেই রাখা হত। তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান পুরুষরাই সামলাতেন।এমনকি পরিবারের মহিলার যে ভাবে বাড়ির ঠাকুরকে বরণ করতেন সেভাবেই পুরুষরা এখানে বরণ করেন।মহিলাদের মতোই শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে আজও তারা বরণ ডালা নিয়ে বরণ করেন।তার পর রীতি মেনেই শোভাযাত্রা বের করে প্রতি বছর গঙ্গায় ভাসান দেওয়া হয়।
২৩০ বছর আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণ চন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌর হাটিতে বাস করতেন।তিনি রাজা কৃষ্ণ চন্দ্রের অনুমতি নিয়ে দুই বিধবা কন্যাদের কে নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পূজো করেন।কালের নিয়ে সেই পূজো থমকে যায়।আর সেই জগদ্ধাত্রী চলে আছে তেঁতুল তলা বারোয়ারি নামে।
দু'শতকে কত কিছু বদলেছে, শুধু পুরনো সময়কে মনে রেখে পুজোর এই একটা রীতি রয়ে গেছে এখনও।