কার্তিক পুজোর পর আপামর বাঙালির উৎসবের মেজাজ খানিক ফিকে হলেও, বাংলার দুই শহর এখন কোমর বাঁধছে তাঁদের উৎসবের জন্য। আসছে জগদ্বাত্রী পুজো। হুগলির চন্দননগর, ও গুপ্তিপাড়া, এবং নদিয়ার কৃষ্ণনগরে মহাধুমধামে পালিত হয় জগদ্বাত্রী পুজো।
New Tele Serial : জি বাংলার পর্দায় আরাত্রিকার কামব্যাক, তিন বোনের গল্প বলবে 'মিঠিঝোরা'
দেবী জগদ্বাত্রী দুর্গার অপর রূপ। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে দেবীকে দেখতে পান। তারপর থেকেই তিনি শুরু করেন জগদ্বাত্রী পুজোর। ধীরে ধীরে চন্দননগরে এই পুজোর চল বাড়ে।
হুগলির জগদ্বাত্রী পুজো মূলত ৪ দিন ধরে হয়, একেকবার দুর্গাপুজোর মতোই। কিন্তু কৃষ্ণনগরে মূলত নবমীতেই পুজো হয় দেবীর।
এবছর দুর্গা পুজো, ১৮ নভেম্বর পুজোর ষষ্ঠী। ১৯ নভেম্বর সপ্তমী, ২০ নভেম্বর অষ্টমী, ২১ নভেম্বর নবমী। তবে মূল পুজো রীতি অনুযায়ী নবমীতেই হয়।