কালীপুজো, ভাইফোঁটা শেষ মানেই কিন্তু উৎসবে ইতি নয় । কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ । তাই, পুজো, উৎসব কিন্তু একের পর এক লেগেই থাকে । এই যেমন,ভাইফোঁটা শেষ হওয়া মানেই মা জগদ্ধাত্রীর আগমন । আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী । আর জগদ্ধাত্রী পুজোর কথা বললেই প্রথমে মাথায় আসে চন্দননগর । আলোর কাজের জন্য চন্দননগরের পুজোর জগৎজোড়া খ্যাতি । তাইতো আলোয় আলোয় সেজে উঠেছে চন্দননগরের অলিগলি । শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হোপিং । অষ্টমীতে চন্দননগরের রাস্তায় ঢল নেমেছে মানুষের ।
হেলাপুকুর ধর, চন্দননগরের বড়বাজার থেকে ফটাকগোরা...কোথাও প্রতিমার রাজবেশ, কোথাও শুভ্র সাজ ঠাকুরের । প্রতিবছরের মতো এবছরও জাঁকজমক বজায় রয়েছে চন্দননগরে । রঙিন আলোয় আলোকিত হয়ে উঠছে চন্দননগরের আকাশ-বাতাস ।
শুধু চন্দননগর নয়, বাংলায় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোও বেশ বিখ্যাত ।