যাকে ঘিরে এত আয়োজন, বছরভরের অপেক্ষা, আজ তাঁর বিদায়ের দিন। কেবল এটুকু ভাবলেও তো ঘোর নাস্তিকের মনও ভিজে ওঠে। আজ বিজয়া দশমী। সারা বাংলার বনেদি বাড়িতেই সকাল থেকে দুর্গার বিদায়ের নানা উপাচার। দশমী পুজো শেষে দর্পণ বিসর্জন হলো জলপাইগুড়ির নিয়োগী বাড়ির ২১৪ বছরের পুজোর। পুজোকে ঘিরে প্রকাশিত হয় 'জ্যোতি' শারদ গ্রন্থ । পরিবারের সকলেই ভিটে ছেড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, কিন্তু পুজোর সময়টা সকলের ঘরে ফেরার।
প্রথা মেনে পঞ্চমীতে এখানে মনসার পুজো হয়। গণেশ নয়, কার্তিকের পাশে অধিষ্ঠান করে কলা বউ।
শুধু বনেদি বাড়ি নয়, শহরের অন্যতম নামী পুজো পাতকাটা অগ্রণী সঙ্ঘেও সকালেই দশমী পুজো শেষে দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে। শুরু হয়েছে সিঁদুর দান পর্ব ও সিঁদুর খেলা।