Jamai Sasti Resturant Offer: বিরিয়ানি টু চাইনিজ কিংবা রসে বশে বাঙালিয়ানা, জামাই আদরে ৫ রেস্তোরাঁর খোঁজ

Updated : Jun 08, 2024 15:19
|
Editorji News Desk

কথায় বলে জামাই আদর। আর জমিয়ে জামাইদের আদরের জন্য বাঙালিদের ক্যালেন্ডারে তুলে রাখা আছে একটি দিনও- জামাই ষষ্ঠী। এই একটা দিনের জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন সমস্ত বং জামাইরা। এবছর জামাই ষষ্ঠী পড়েছে ১২ জুন। আর জামাইষষ্ঠী মানেই কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া । এদিকে, আদরের জামাইয়ের জন্য নানারকম পদ করতে গিয়ে জৈষ্ঠ্যের প্রচণ্ড গরমে অবস্থা খারাপ শাশুড়িদের । কিন্তু, তাতে কী ! যত কষ্টই হোক, এই একটা দিন জামাই আদরে কোনও রকম খামতি রাখতে চান না  শাশুড়িরা। 


কিন্তু অনেকেই বয়সের জন্য আর এত রান্না-বান্নার চাপ নিতে পারেন না, আবার কারও কারও বাড়িতে আয়োজন করাও সমস্যার। কুছ পরোয়া নেহি, গরমে রান্না না করে, মেয়ে-জামাইকে নিয়ে চলে যান রেস্তোরাঁয় । কিছুটা সময় কাটানো তো হচ্ছেই, এবাদেও জমিয়ে খাওয়া দাওয়া করে সেখানেই পালন করুন এবারের জামাইষষ্ঠী । আপনাদের জন্য রইল কয়েকটি রেস্তোরাঁর ঠিকানা ও দাম-সহ খাবারের তালিকা ।


ভূতের রাজা দিল বর: 


বাংলা ও বাঙালির যেকোনও অনুষ্ঠানে সবার আগে যেসব রেস্তোরাঁর কথা মাথায় আসে, তারমধ্যে অবশ্যই একটি ‘ভূতের রাজা দিল বর’ । শুধু জামাই কেন বৌমাদের জন্যও বৌমা ষষ্ঠীর আয়োজন করেছে এই রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় এক ছাদের তলায় আপনারা পাবেন একই সঙ্গে অনেক বাঙালি পদ। রেস্তোরাঁর ‘মহারাজা থালি’ ‘ভূতের রাজা’ থালি বেশ জনপ্রিয়। এই আয়োজনে জামাই এবং বৌমাদের জন্য থাকছে ইলিশ, চিতল, চিংড়ির নানা সাবেকি পদ. এছাড়াও মাংসের রকমারি পদ, শেষে মিষ্টি বরণ। ‘ভূতের রাজা দিল বর’ এর সল্টলেক, নিউ টাউন, শিলিগুড়ি, কল্যাণী, সোদপুর, দুর্গাপুর, যাদবপুর এমনকি নিউ জার্সির আউটলেটেও এই অফার পাওয়া যাবে। 

 


ট্যামারিন্ড: 


ট্যামারিন্ড-এও থাকছে জামাইষষ্ঠী স্পেশাল নানা মেন্যু। যেসব জামাইরা আদ্যোপান্ত বাঙালি খাবার পছন্দ করেন না, তাঁদের জন্য এই অফার। জামাইষষ্ঠী স্পেশাল এই থালিতে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক বসন্ত নীড়, মীন পরিচাদু (২ পিস), চিকেন মালাই কাবাব (২ পিস), স্যালাড, স্টাফড কুলচা, কর্ন পালক, ডাল মাখানি, বাদশাহি পোলাও, মাটন ভুনা, সিগদি ভিলা কোর্মা, ছানার পায়েস সহ আরও অনেক কিছুই। দুজনের খেতে রেস্তোরাঁয় দাম পড়বে ৮৫০ টাকা। এই রেস্তোরাঁর ঠিকানা ১৭৭ শরৎ বোস রোড, দেশপ্রিয় পার্ক, কলকাতা ২৬। 

 

দ্য বিরিয়ানি ক্যান্টিন: 


বিরিয়ানিপ্রেমী জামাইদের জন্য দারুণ অফার দিচ্ছে ‘দ্য বিরিয়ানি ক্যান্টিন’। জামাইষষ্ঠীর দিন অর্থাৎ ১২জুন সকাল ১১টা থেকে রাত ২টো পর্যন্ত দারুণ অফার মিলবে এই রেস্তোরাঁয়। চিকেন বিরিয়ানি, পটলাম মাটন বিরিয়ানি, হায়দরাবাদি মাটন বিরিয়ানি, দহি কে শোলে, মুর্গ রোজালি কাবাব, গোস্ত সিগার কাবাব এবং জাফরানি ফিরনিতে জামাই আদর সারতে চাইলে আসতে হবে 36/F, তপসিয়া রোড, ৫৫ পল্লী, কলকাতা ৩৯। এই রেস্তোরাঁয় সব মিলিয়ে খরচ পড়বে ৬০০ থেকে ৭০০ টাকা। আগে থেকে অনলাইনে বুক করে রাখতে পারেন টেবিল। 


চাওম্যান: 


চাইনিজ খেতে ভালোবাসেন এমন জামাইদের কোথায় নিয়ে যাওয়া যায় ভাবছেন? সবথেকে বিশ্বাসযোগ্য ডেস্টিনেশন ‘চাওম্যান’।  ১৪৯৯ টাকা দিলে আপনি পাবেন চাইনিজের একটি গোছানো থালি। এছাড়া আপনি ২৭৯-ও পাবেন ননভেজ থালি, যেখানে ৪ পিস্ চিকেন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে একাধিক অপশন, নুডুলসের মধ্যে পাবেন থাই স্টাইল নুডুলস, হাক্কা নুডুলস। জামাইষষ্ঠী স্পেশাল থালিতে স্টার্টারে থাকছে, চিকেন মোমো, প্যান ফ্রাইড চিলি ফিশ, চিকেন থাই নুডুলস স্টাইল ফ্রায়েড রাইস, ফিশ ইন সুইট চিলি সস, কুং পাও চিকেন, চিলি গার্লিক প্রন, ডেসার্টে থাকছে চকলেট মুস আর সঙ্গে আইসক্রিম উইথ ফ্রেশ ম্যাংগোস। 

Internet Addiction: ইন্টারনেটে তীব্র আসক্তি! মস্তিষ্ক কাজ করা বন্ধ করছে টিনএজারদের
 


ক্যালকাটা কুইজিন এন্ড কোং: 


জামাইদের মাত্র ৬০০ টাকায় পেটপুরে খাওয়াতে চাইলে নিয়ে যান ক্যালকাটা কুইজিন এন্ড কোং-এ। মাত্র ৫৯৯ টাকায় এই রেস্তোরাঁয় জামাই বরণ থালিতে আপনি পাবেন চিংড়ি, ভেটকি , পাঠার মাংস। ৯৯৯ টাকায় পাবেন ইলিশ, ভেটকি সহ স্টার্টার ডেজার্টের একাধিক পদ। 

jamai sasthi

Recommended For You

editorji | লাইফস্টাইল

Marriage Age: বিয়ের বয়স পেরিয়ে গেছে? থুত্থুড়ে দুই বর-কনে কিন্তু বিশ্ব রেকর্ড গড়লেন!

editorji | লাইফস্টাইল

Carbon Neutral Baby: বিশ্বের প্রথম 'বিশুদ্ধ' শিশু আদভি! নেপথ্যের হিরো কিন্তু মা-বাবাই, কেন জানেন?

editorji | লাইফস্টাইল

Alipore Zoo: ওয়াজেদ আলি শাহ আসতেন নিয়মিত, আসতেন বিবেকানন্দ...১৫০ বছরে ফিরে দেখা আলিপুর চিড়িয়াখানার ইতিহাস

editorji | বিনোদন

Allu Arjun Beard : ৩ বা ৪ বছর মেয়েকে পাননি আল্লু, কোথাও আবার দিতে হয় কর, কোথাও মৃত্য, যত সমস্যা দাড়ি-তেই

editorji | লাইফস্টাইল

Sourav Ganguly : তেঁতোতেই স্বাস্থ্যসুখ ! জানেন সৌরভের ফিটনেসের মূলমন্ত্র ? সিক্রেট ফাঁস মুখ্যমন্ত্রীর