বাঙালির বারো মাসে তেরো পার্বন, জীবন জুড়ে উৎসব, আর এ তো শুধু জীবন নয়, জামাই বাবা জীবন বলে কথা! বুঝতেই পারছেন, বলছি জামাই ষষ্ঠীর কথা। ২৫ মে, বৃহস্পতিবার জামাই ষষ্ঠী।
শুরুতে নাকি দিনটা ছিল সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী। তা বাঙালির জামাই প্রীতি সর্বজনবিদিত। তাই ষষ্ঠী হয়েছে জামাই ষষ্ঠী। সব কাজ ভুলে আম, লিচু নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার দিন।
পরপর দু-তিন'বছরের লকডাউন কিন্তু জামাই ষষ্ঠীর সেলিব্রেশনে একেবারে ভিলেইনের চরিত্রে ছিল। মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার ঘষে ঘষে কি জামাই আদর হয়? এ বার সে সব ভয় নেই।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এ বছর ২৫ মে বা ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ভোর ২.২২ মিনিট থেকে। এই তিথি থাকবে ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত। তবে মেয়ে-জামাই যদি বৃহস্পতি-শুক্র ছুটি নাও পায়, ক্ষতি কী, তারপরেই তো উইকেন্ড, পেট পুজোয় যেন বাধ না সাধে পঞ্জিকা।