বাঙালির বারো মাসে তেরো পার্বন, জীবন জুড়ে উৎসব, আর এ তো শুধু জীবন নয়, জামাই বাবা জীবন বলে কথা! বলছি জামাই ষষ্ঠীর কথা। একেবারে শুরুতে নাকি দিনটা ছিল সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী। তা বাঙালির জামাই প্রীতি সর্বজনবিদিত। তাই ষষ্ঠী হয়েছে জামাই ষষ্ঠী।
যে কোনও লোকাচারের নেপথ্যে কিছু গল্প থাকে, তার কিছুটা হয়তো সত্যি, কিছুটা বা অতিরঞ্জিত, তেমনই এক গল্প আছে জামাই ষষ্ঠী নিয়েও।
জনৈক গৃহবধূ নাকি একবার স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিল বিড়ালের উপর। সন্তান হারিয়ে গেলে স্বামী স্ত্রী মনে করলেন, এ বুঝি সেই পাপের ফল, তখন সে বনে গিয়ে স্বামী ষষ্ঠীদেবীর আরাধনা শুরু করলে দেবী তুষ্ট হন৷ ফলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায়। এই জন্যই ষষ্ঠীদেবীর অপর নাম অরণ্যষষ্ঠী।
RRR: 'আরআরআর' খ্যাত অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে
এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর-শাশুড়ি মেয়েটির পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেয়। মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা-বাবা একবার ষষ্ঠীপুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। সেই থেকেই ষষ্ঠীপুজো বদলে গেল জামাইষষ্ঠীতে।