৫ জুন জামাইষষ্ঠী (Jamaisasthi 2022) । জামাইদের দিন । আর জামাইষষ্ঠী মানেই কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া । এদিকে, আদরের জামাইয়ের জন্য নানারকম পদ করতে গিয়ে জৈষ্ঠ্যের প্রচণ্ড গরমে অবস্থা খারাপ শাশুড়িদের । কিন্তু, তাতে কী ! যত কষ্টই হোক, জামাই আদরে কোনও খামতি রাখতে চান না শাশুড়িরা । আজকাল তো আবার হাজারটা রেস্তরাঁ । জামাইদের রসনাতৃপ্তি মেটাতে জামাইষষ্ঠী স্পেশ্যাল মেনু (Jamai Sasthi special menu 2022) নিয়ে হাজির । তাই এবার গরমে রান্না না করে, মেয়ে-জামাইকে নিয়ে চলে যান রেস্তোরাঁয় । সেখানেই পালন করুন এবারের জামাইষষ্ঠী । আপনাদের জন্য রইল কয়েকটি রেস্তোরাঁর ঠিকানা ও দাম-সহ খাবারের তালিকা ।
সিক্স বালিগঞ্জ প্লেস : 'সিক্স বালিগঞ্জ প্লেস' (Six Ballygunge Place) অনেকেরই পছন্দের রেস্তোরাঁর মধ্যে অন্যতম । আর বাঙালি ট্র্যাডিশনাল খাবার যদি জামাইয়ের প্রিয় হয়, তাহলে ঠিকানা হোক যাদবপুরের সিক্স বালিগঞ্জ প্লেস । এবারের জামাইষষ্ঠী স্পেশাল মেনুতে কী কী থাকছে জানেন ? বাসন্তী পোলাও, পটলের দোলমা, চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুড়ি, মটন ডাকবাংলো । আর শেষ পাতে রাজভোগ । দাম মাত্র ১১০০ টাকা (জিএসটি বাদে)। এই রেস্তোরাঁর অন্যান্য শাখাতেও মিলবে জামাইষষ্ঠী স্পেশাল মেনু ।
আরও পড়ুন, Jamai Sasthi 2022: রাজ্যের পঞ্চায়েত দফতরের সৌজন্যে এবার জামাইষষ্ঠীতে ৫০০ টাকায় ভুরিভোজ
আওধ ১৫৯০ : জামাই কি মোঘলাই খেতে ভালবাসে ? তাহলে জামাইদের জন্য আদর্শ জায়গা আওধ ১৫৯০ (Oudh 1590)। দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ, সল্ট লেক, যশোর রোড— আওধের সব ঠিকানাতেই মিলবে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু । দুপুর ১২টা থেকে সাড়ে তিনটে আবার সন্ধে সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া যাবে খাবার । দুজনের জন্য খরচ পড়বে ১২০০ টাকা ।
সপ্তপদী : বাঙালি ট্র্যাডিশনাল খাবারের জন্য আদর্শ জায়গা । সপ্তপদী (Saptapadi) এবার মাত্র ৮৯৯ টাকায় নিয়ে এসেছে জামাইষষ্ঠী স্পেশ্যাল থালি । এই থালিতে থাকছে আম-পুদিনার সরবত, স্যালাড, গাজর-কিশমিশ চপ, ঝুড়ি আলুভাজা, ফিরিঙ্গি ভেটকি ফ্রাই , আম-কাসুন্দি মুরগি । এতো গেল স্টার্টার । মেন কোর্সে থাকছে ভাত বা পোলাও, বাদশাহী ডাল, শুক্তো, ভেটকি পাতুড়ি, পটল চিংড়ি, মুরগির মাংস । আর শেষ পাতে থাকছে লিচু লংকার পায়েস, মিষ্টি দই, পান আরও অনেক কিছু । ৩ জুন থেকেই শুরু হয়েছে এই বিশেষ অফার । ৮৯৯ ছাড়া ১৬৯৯ টাকারও একটি থালি রয়েছে ।
আমিনিয়া - জামাইষষ্ঠীতে আমিনিয়ার (Aminia) বিরিয়ানি আর কাবাব হলে কেমন হয় ? আমিনিয়া নিয়ে এসেছে জামাইষষ্ঠী স্পেশাল অফার মাত্র ১৯৯৯ টাকায় । ৪ থেকে ৬ জন খেতে পারবে । আমিনিয়ার সব আউটলেটেই জামাইষষ্ঠী স্পেশ্যাল মেনু পাওয়া যাবে । বাড়িতে বসেও এই জামাইষষ্ঠী স্পেশ্যাল মেনু উপভোগ করতে পারবেন ।