কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে নবদ্বীপ সংলগ্ন মায়াপুরের ইস্কন মন্দির। মহাসমারহে সেখানে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান। গত দু'বছর করোনা আবহে জন্মাষ্টমী অনুষ্ঠান ছিল কিছুটা ফিকে। এবার অতিমারীর প্রকোপ অনেকটা কম। তাই শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গন।
তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান। শুভ সূচনা হয় বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্যে দিয়ে।
দেশ-বিদেশ থেকে কৃষ্ণভক্ত দর্শনার্থীরা এসেছেন ইস্কনের মন্দিরে। কারোর কোলে ফুটফুটে সন্তান, সকলেই সেজেছে ছোট্ট কৃষ্ণের সাজে। সব মিলিয়ে মায়াপুরে জমে উঠেছে নন্দোৎসব ।