শ্রীকৃষ্ণের (Sri Krishna) জন্মদিন সাড়ম্বরে পালিত হয় গোটা দেশজুড়ে। পৌরাণিক মতে, পাঁচ হাজার বছর আগে ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী (Janmashtami) পালন করার প্রথা চলে এসেছে।। জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা তাদের ঘরবাড়ি এবং মন্দিরগুলিকে ফুল দিয়ে সাজিয়ে তোলে।, উপবাসে থেকে পরিবারের মঙ্গল কামনা করেন। এ বছর ১৮ অগাস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী।
তাঁর আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। ছোট্ট কৃষ্ণ মাখন চুরি করে খেত বলে তাঁকে মনে রেখেই উত্তর ভারতে 'দহি হান্ডি' (Dahi Handi) উপাচার উদযাপিত হয় এই দিনে।
Janmashtami Recipe: জন্মাষ্টমী-তে তালের বড়া খাওয়ার খুব সাধ? জেনে নিন রেসিপি
অষ্টমী তিথি শুরু হবে ১৮ অগাস্ট রাত ৯টা ২০ মিনিটে, চলবে ১০ টা ৫৯ মিনিট।
অভিজিৎ মুহূর্ত - ১৮ অগস্ট দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট পর্যন্ত।
বৃদ্ধি যোগ - ১৭ অগাস্ট রাত ৮ টা ৫৬ মিনিট থেকে ১৮ অগাস্ট রাত ৮টা ৪১ মিনিট।