শ্রীকৃষ্ণ-এর জন্ম তিথি, হিন্দু পুরাণে সেই কত বছর ধরেই পরিচিত জন্মাষ্টমী নামে। কিন্তু কৃষ্ণ ছাড়াও এই দিনে জন্মেছিল এক শিশুকন্যা, যার জন্যই নাকি কৃষ্ণের এই বিশ্বজোড়া খ্যাতি, অথচ পুরাণে সেই যোগমায়ার স্থান তেমন উজ্জ্বল নয়।
কয়েক হাজার বছর আগের কথা। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর এক দুর্যোগময় রাতে গোকুলে জন্মেছিল একটি মেয়ে। আজকের দিনেই। তার বাবার নাম নন্দ, মা যশোদা। প্রসব যন্ত্রণায় অচেতন যশোদার অজান্তেই তার কোলে এল সদ্যোজাত শিশুপুত্র।
Gopal Dress: জন্মাষ্টমীতে গোপালকেও সাজান ডিজাইনার পোশাকে, সঙ্গে থাকে গয়নাও, রইল টিপস
জন্মের কয়েক মূহুর্ত পরেই চিরকালের জন্য পরিবারহারা হয়েছিল সেই মেয়ে। সদ্যোজাত সেই শিশুকন্যাকে পাচার করা হয় কংসের কারাগারে। রাজার সাঙ্গোপাঙ্গোরা। জানতেন বসুদেব আর দেবকীর এই অষ্টম সন্তানের হাতেই মৃত্যু লেখা আছে নৃশংস কংসরাজের। এহেন শিশুপুত্রের জীবন যে মহামূল্যবান! তাকে কি মরতে দেওয়া যায়! তাই প্রক্সি দিতে নিয়ে আসা হল মেয়েটিকে।
তারপর থেকে পুরাণের সব আলোই 'গোকুলে বেড়ে ওঠা' শ্রীকৃষ্ণের দিকে।
যোগমায়ার কী হল, সে খোঁজ কেউ তেমন রাখেনি। কোনও এক অজানা ঘটনা পরম্পরায় তার ঠাঁই হয় দুর্গম বিন্ধ্য পর্বতের কন্দরে। সেখানেই বড় হয় সে, সবার আড়ালে।