রেস্তোরাঁয় সুশি খেতে গিয়ে সয়া সসের বোতল চেটে দিয়েছিল কিশোর। সেই অপরাধেই ৪ কোটি টাকার মামলা দায়ের করল জাপানি রেস্তোরাঁ চেনের কর্তৃপক্ষ।
আকিন্ডো সুশিরো (Sushiro) হল জাপানের একটি প্রসিদ্ধ রেস্তোরাঁ চেন। ওসাকা ছাড়াও সে দেশে অন্তত ৬০০টি শাখা রয়েছে তাঁদের। চলতি বছরে জানুয়ারি মাসে বন্ধুকে নিয়ে ওই চেনের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল এক কিশোর। টেবিলে সকলের ব্যবহারের জন্য রাখা একটি সয়াসসের বোতল চাটতে শুরু করে সে। একটি খালি কাপও চেটে দেয় সে।, থুতু মাখা হাতেই অন্য একজনের সুশির প্লেটও স্পর্শ করে ওই কিশোর
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেরাই আপলোড করে দেয় ওই দুই কিশোর, রেস্তোরাঁর মালিকের অভিযোগ ভিডিয়ো ভাইরাল হতেই রেস্তোরাঁর অতিথিসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। হু হু করে পড়তে শুরু করে রেস্তোরাঁর মার্কেট শেয়ার। এখনও পর্যন্ত ৯০ মিলিয়ন ইয়েন ক্ষতি হয়েছে বলে দাবি রেস্তোরাঁ কর্তৃপক্ষের।
মার্চ মাসে ওই কিশোরের বিরুদ্ধে ৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিন কোটি ৯৫ লক্ষ টাকারও বেশি দাবি করে মামলা করেন রেস্তোরাঁর মালিক।
কিশোরের দাবি সে এবং তার বন্ধু নিছক মজা করার উদ্দেশ্যেই ভিডিওটি শ্যুট করেছিল। সোশ্যাল মিডিয়ায় এভাবে ভাইরাল হয়ে যাবে, সে বিষয়ে ধারণা ছিল না তার।