দেশে (India) যখন করোনা (Coronavirus) সংক্রমণ বাড়ছে, তখন এক মহিলার চুলে থুতু ছিটিয়ে দিতে দেখা গেল বিখ্যাত হেয়ারস্টাইলিশ জাভেদ হাবিবকে (Javed Habib)! থুতু দিয়ে চুল ভিজিয়ে দিচ্ছিলেন তিনি! ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনার ভিডিয়ো।
ভিডিয়োটিতে দাবি করা হচ্ছে, জাভেদ হাবিব চুল কাটার সময় জল ব্যবহার না করে থুতু ব্যবহার করেছেন। অভিযোগ, জাভেদ হাবিব বলেন যে, এই থুতুতে জীবন আছে। এরপরেই নেটদুনিয়ায় জাভেদ হাবিবকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। জাভেদ হাবিবের পক্ষ এখনও কিছু বলা হয়নি। এটি মুজাফফরনগরের ঘটনা বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: Bollywood Movies: করোনাই ভিলেইন! কোন কোন ছবির মুক্তি পিছোল বলিউডে?
যে মহিলার চুলে থুতু দেওয়া হয় বলে অভিযোগ, তাঁর নাম পূজা গুপ্তা। তিনি জানিয়েছেন, প্রয়োজনে রাস্তায় বসে চুল কাটবেন, কিন্তু আর কখনও হাবিবের কাঁচির নিচে বসবেন না।