কলকাতায় এখন থিম পুজোর রমরমা। সে রকমই এক পুজোর থিম যেন খানিকটা ছক ভাঙা। পুজোর মুখ 'চাকদাহ এক্সপ্রেস'। ঝুলন গোস্বামীকে পুজোর মুখ হিসেবে বাছলেন নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি।
দেবী পক্ষের ১৫ দিন নারী শক্তির আরাধনা হয় বটে, তবে সেখানেও বেঁধে দেওয়া থাকে নানা ছক। আদর্শ নারীর পেশা কেমন হবে, শখ কেমন হবে, হাঁটা চলা, চলন বলন পোশাক এমন কী ভাবনা কেমন হবে, তার খসড়া বানিয়েই রাখে পিতৃতান্ত্রিক সমাজ। সেই খসড়ায় ক্রিকেটারের নাম থাকেনা। তাই স্টিরিওটাইপ ভাঙাই বটে! চেনা ছক ভেঙে ঝুলনকে পুজোর মুখ করছেন নাগেরবাজার ক্ষুদিরাম কলোনির দুর্গাপুজোর উদ্যোক্তারা।
৭৫ বছরে পা রাখা এই পুজোয় এবার থিম ক্রিকেটের নন্দন কানন, অর্থাৎ ইডেন ফার্ডেন্স। 'চাকদা এক্সপ্রেস'-এর ক্রীড়াজীবনকে পুজোর মণ্ডপে তুলে ধরবেন মণ্ডপ শিল্পীরা। এই ভাবনা শিল্পী মধুরিমা ভট্টাচার্যর মস্তিষ্কপ্রসূত।
তবে, ঝুলন নিজে এই নিয়ে এখনই তেমন প্রচার চান না। ঝুলন গোস্বামীর বয়োপিক তৈরি হচ্ছে বলিউডে। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। ২০২২ সালে প্রথম ঝলক প্রকাশ পেলেও, ছবি মুক্তির সময় অবশ্য এখনও অজানা।