মাঝে মাঝেই নিজের পেশাগত জীবন নিয়ে খুব রাগ হয়, তাই তো? মনে হয় দুনিয়ার সবচেয়ে খারাপ চাকরিটা বোধহয় আপনার ভাগ্যেই জুটেছে, না? সত্যিই তাই? সবচেয়ে খারাপ চাকরি কোনগুলো, সেই নিয়ে ৮৫ বছর ধরে একটি সমীক্ষা চালিয়েছে হাভার্ড বিশ্ববিদ্যালয়। কী উত্তর মিলেছে জানেন?
সবচেয়ে খারাপ চাকরি সেগুলো, যেখানে একটা টিম হিসেবে কাজ করার সুযোগ থাকে না, সহকর্মীদের সঙ্গে আলাপচারিতার সুযোগ থাকে খুব কম। প্রতি দু'বছর অন্তর সমীক্ষায় অংশগ্রহণকারীদের তাদের পেশাগত জীবন নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে। দেখা গেছে টাকা, পেশাগত সাফল্য, কিমবা শরীর চর্চা, স্বস্থ্যকর ডায়েট, এসবের ওপর ভাল থাকা নির্ভর করে না, বরং ইতিভাচক সম্পর্কের ওপর।
১৯৩৮ সাল থেকে প্রায় ৭০০ জন মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। তাতেই দেখা গিয়েছে যে সব চাকরিতে নিজের ভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ কম, সে সবেই কর্মীদের মানসিক অবস্থা সবচেয়ে করুণ। মানুষের সঙ্গে, নিজের কর্মক্ষেত্রের বাকি সদস্যদের সঙ্গে সুন্দর সুস্থ সম্পর্ক থাকলে সেই চাকরি নিয়ে অসন্তোষ জন্মায় কম। এবং এ ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কাজের বাইরেও জীবনের নানা বিষয় আলোচনা প্রয়োজন।