আজ ভূত চতুর্দশী (Bhut Chaturdashi 2022) । কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় কালীপূজা (Kali Puja 2022) । তার ঠিক আগের দিন পালন করা হয় ভূত চতুর্দশী । এদিন, বাঙালি বাড়িতে দুপুরবেলা চৌদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে । আর সন্ধেবেলায় জ্বালানো হয় ১৪ প্রদীপ । অর্থাৎ কালীপুজোর আমেজ কিন্তু এই ভূত চতুর্দশী (Bhut Chaturdashi) থেকেই পাওয়া যায় ।
সন্ধেবেলায় কেন চৌদ্দ প্রদীপ জ্বালাতে হয় জানেন ? এর পিছনে নানা কাহিনী প্রচলিত রয়েছে । প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাতে বিদেহী আত্মারা নেমে আসেন মর্ত্যলোকে। চতুর্দশী তিথির ভরা অমাবস্যায় চারিদিক নিশ্ছিদ্র থাকে অন্ধকার। অন্ধকারে যাতে পথ ভুল না হয়, তাই পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালিয়ে রাখা হয় । পশ্চিমের ‘হ্যালোউইন’ প্রথার সঙ্গে অনেকাংশেই মেলে এই আচার ।
আরও পড়ুন, Fire Crackers: উৎসবের আনন্দ মাটি যেন না হয়! বাজি ফাটানোর সময় এই সতর্কতাগুলি অবশ্যই মেনে চলুন
আবার, পুরাণ মতে, ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত বলি, মর্ত্যে আসেন পুজো নিতে। সঙ্গে আসেন তাঁর অনুচর ভূতেরা। চতুর্দশী তিথির ভরা অমাবস্যায় চারিদিক ঘুটঘুটে অন্ধকার থাকে । অন্ধকারে যাতে বলির অনুচরেরা বাড়িতে না ঢুকে পড়েন, তার জন্যই ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে । আপনিও চিরাচরিত প্রথা মেনে ঘরের কোণায় জ্বালান ১৪ প্রদীপ, আলোকিত করে তুলুন ঘর । এডিটরজি বাংলার তরফ থেকে সকলকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা ।