দুর্গা পুজো নয়, কালী পুজোকেই (Kali Puja 2023) প্রধান উৎসব হিসেবে পালন করা হয়। আর সেই কারণেই বর্ধমানের (Burdwan) আমদপুরে এই গ্রাম কালী গ্রাম নামে পরিচিত।
গ্রামে শুধু মা কালীর নয়। গ্রামের মূল পুজোয় মা কালীর চার বোন বড়োমা, মেজোমা, সেজোমা ও ছোটমায়েরও পুজো করা হয়। মূল পুজো ছাড়াও গ্রামে প্রায় ২৫০টি কালী পুজো হয়।
মেমরির আমাদপুরের মূল মন্দিরের পুজো প্রায় এক হাজার বছরের পুরানো। এখনও পুজোর সময় দেবীর মুখের দিকে ইলেকট্রিক জোরালো আলো ব্যবহার করা হয় না।
আরও পড়ুন - গা ছমছমে ডাকাত কালীর পুজোয় আছে নরবলির ইতিহাস
এমনকি দেবীর বিসর্জনেও কোন ইলেট্রিক আলো ব্যবহার করা হয় না, এখনও বিসর্জন হয় ঘুঁটের মশাল জ্বালিয়ে। এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করেন সাধারণ মানুষ।