কালীপুজোর সঙ্গে বাংলার দুর্ধর্ষ ডাকাতদের সম্পর্ক নিবিড়। একসময় রাতের অন্ধকারে মা কালীর পুজো করে দুঃসাহসিক অভিযানে বেরোত ডাকাতদল। মায়ের সামনে নরবলিও হত বহু জায়গায়৷
বাংলার বুকে বহু বিখ্যাত কালী পুজোর প্রচলন ডাকাত সর্দারদের হাত ধরেই৷ কালের নিয়মে ডাকাতি বন্ধ হয়েছে ঠিকই৷ কিন্তু এখনও মহাসমারোহে প্রতিবছর মাতৃবন্দনা হয় ওই পুজোগুলিতে।
বাংলার সাহিত্যের অঙ্গনে জায়গা করে নিয়েছে ডাকাত কালীর পুজো। ডাকাতদের নিয়ে সৃষ্টি হয়েছে বহু কালজয়ী সাহিত্য। সেগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের কালীপুজোর রোমাঞ্চকর কাহিনী।
ডাকাত কালীর আরাধনার সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক ঘটনা। শ্রীরামকৃষ্ণ দেবকে দেখতে হুগলিতে যাচ্ছিলেন মা সারদা। সিঙ্গুরের গগন ডাকাত তাঁর মধ্যে মা কালীর দর্শন পেয়ে পুজো শুরু করেন।
মৃত্যুর বহু বছর পরেও বুক শুকিয়ে আসে বাঁশবেড়িয়ার রঘু ডাকাতের নাম শুনলে। বাসুদেবপুর ও ত্রিবেণীতে ডাকাত কালীর পুজো শুরু করেন তিনি। জিরাটের কেলে ডাকাত, পাণ্ডুকের প্রহ্লাদ ডাকাতের পুজোও বিখ্যাত।