কালীপুজোর (Kali Puja) দিন সকাল থেকেই ভক্তদের ঢল নামল তারাপীঠে (Tarapith)। দীপান্বিতা অমাবস্যায় সেজে উঠেছে তারাপীঠ মন্দিরও। রাজবেশে সাজানো হয়েছে তারাপীঠের শিলাব্রহ্মময়ী মূর্তিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে এলেন ভক্তরা।
কালীপুজোর দিন তন্ত্রমতে পুজো করা হয় মা তারার (Ma Tara)। ভোর বেলা স্নানের পর সাজানো হয় মূর্তিকে। এরপর হয় মঙ্গলারতি। দুপুরে বিশেষ ভোগের আয়োজন হয়। সন্ধ্যারতির পর গভীর রাতে পুজো শুরু হবে মা তারার।
৫১ পীঠের শেষ সতীপীঠ হিসেবে খ্যাত বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাতেও। সোমবার সকাল থেকেই কঙ্কালীতলায় শুরু হয়ে গিয়েছে মায়ের আরাধনা।
প্রচলিত বিশ্বাস, এই কুণ্ডের ঈশাণ কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে।
চৈত্র সংক্রান্তিতেই দেবীর মূল উত্সব হয় এখানে। সেদিন কুণ্ডেই মায়ের পুজো করা হয়। এছাড়া পৌষ সংক্রান্তি ও কৌশিকী অমাবস্যাতেও খুব বড় করে পুজো হয়।