দীপাবলি মানেই আলোর উৎসব। সমস্ত অন্ধকারকে মুছে ফেলার দিন দীপাবলি। এদিন আশেপাশে চারিদিকে নিকষ অন্ধকারের বুক চিরে জ্বলে ওঠে হাজার হাজার আলো। মোম, প্রদীপ, রকমারি রঙিন আলোয় যেন চোখে ঝিলমিল লেগে যায়৷ কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। কালী পুজোর দিনেও বাড়িময় দিয়া জ্বালিয়ে সাজানো হয়।
আরও পড়ুন: কালী পুজোও মাটি! নিম্নচাপে ভাসতে পারে বাংলা, কী বলছে হাওয়া অফিস?
তবে এই মুহুর্তে যেমন অগ্নিমূল্য তেলের দাম তেমনই বিদুৎ-এর বিলেও হাত পুড়ছে বাঙালির। তাই সাধ থাকলেও অত আলো জ্বালানোর সাধ্য থাকে না অনেকেরই। এবার দীপাবলিতে খরচ বাঁচাবে নতুন প্রদীপ। এই বিশেষ প্রদীপ তেলে নয় জলে জ্বলে। কী অবাক হচ্ছেন তো? আজ্ঞে হ্যাঁ আসানসোলের বাজারে দেখা মিলল এমনই আশ্চর্য প্রদীপের।
জল ঢাললেই দপ করে জ্বলে উঠছে প্রদীপ। এই আশ্চর্য প্রদীপে ছেয়ে গিয়েছে আসানসোলের বাজার। কলকাতার গড়িয়াহাট, হাতিবাগান, এসপ্ল্যানেডেও এই জল প্রদীপের ছড়াছড়ি। মাত্র কুড়ি থেকে ত্রিশ টাকার বিনিমিয়ে এই প্রদীপ বিক্রি হচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। আনা মাত্রই হুহু করে বিক্রি হয়ে যাচ্ছে প্রদীপ, পুজোর আগে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও৷