১ জানুয়ারি কল্পতরু উৎসব(Kalpataru Utsav) । প্রতিবারের মতোই নিয়ম ও আচার মেনে কল্পতরু উত্সব পালিত হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে(Cossipore Udyan Bati) । তবে করোনা আবহে এবারও ভক্তদের প্রবেশ বন্ধ । শনিবার থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে । তবে অনলাইনে অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে ।
১৮৮৬ সালের ১ জানুয়ারি থেকে কল্পতরু উৎসব পালিত হচ্ছে । এইদিনই রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরুতে পরিণত হয়েছিলেন । তিনিই এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল ।
আরও পড়ুন, Happy New Year 2022: গেল বছরের সব সঞ্চয় নিয়ে ভরে উঠুক ২০২২, ভাল থাকার সমান ভাগ পাক সব্বাই
অন্যদিকে, দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তশূন্যভাবেই পালিত হচ্ছে কল্পতরু উৎসব । এই নিয়ে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মন্দির কর্তৃপক্ষ । দক্ষিণেশ্বরের পাশাপাশি বছরের প্রথম দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে বেলুড় মঠও । সোমবারই বিবৃতি প্রকাশ করে মঠ কর্তৃপক্ষ জানিয়েছিল, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ থাকবে । ৫ জানুয়ারি থেকে তা আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে ।
১ ও ২ জানুয়ারি বন্ধ থাকছে বাগবাজারে মায়ের বাড়ি । ৩ জানুয়ারি থেকে সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তরা সারদা মায়ের বাড়িতে প্রবেশ করতে পারবেন ।