দেবী দুর্গার সন্তান কার্তিক। কার্তিক মাসের সংক্রান্ত। কথিত আছে কার্তিক ছিলেন দেবতাদের সেনাপতি, তিনি মহাপরাক্রমশালী যোদ্ধা। পূরাণে বলা আছে, তারকাসুরকে বধ করতে গিয়ে যখন দেবতারা হিমশিম খাচ্ছেন তখন অজেয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। বাংলায় তিনি কার্তিক নামে পূজিত হলেও স্কন্ধ বা মুরুগান বা সুব্রম্মণ্য নামেও পরিচিত। এবছর কার্তিক পুজো পড়েছে ৩০ কার্ত্তিক, ইংরেজির ১৭ নভেম্বর।
Bhaifonta 2023 : মঙ্গলে দ্বিতীয়া পড়লেও, আজই বেশিরভাগ বাড়িতে পালিত হচ্ছে ভাইফোঁটা
মনে করা হয় কার্তিক পুজো করলে পুত্র সন্তান লাভ হয়। তাই অনেকেই বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে কার্তিক ফেলে আসেন। তাই নবদম্পতিদের মধ্যেও এই পুজোর চল রয়েছে।