জন্মাষ্টমী মানেই দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় প্রতিমার কাঠামো পুজো। এই বছরও তার ব্যতিক্রম হল না বেলুড় মঠে। জন্মাষ্টমী তিথিতে প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো।
বেলুড় মঠের রীতি কী
প্রতিবছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামো। সেইমতো শুক্রবার মন্দিরে মঙ্গলারতির (Mangal Aarati) পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। ফলে বেলুড় মঠে (Belur Math) আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। তবে তিথি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধেয় বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো হয়েছে।
আরও পড়ুন- Durga Puja 2022 Date Time : মহালয়া থেকে দশমী, একনজরে ২০২২ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট
দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা
শুধু বেলুড় মঠ নয়, উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে জন্মাষ্টমীতে খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হয় ৷ শারদোত্সবের নান্দীমুখের জন্য জন্মাষ্টমীর পুণ্য লগ্নকেই বেছে নেন বহু পুজো উদ্যোক্তা ৷ জন্মাষ্টমী তিথিতেই বিভিন্ন ক্লাবে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হল ৷