56 Bhog For Shri Krishna Janmashtami 2022 : ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম (Sree Krishna) ৷ আর এই দিনটিই দেশজুড়ে জন্মাষ্টমী (Janmashtami 2022) হিসেবে পালন করা হয় ৷ জন্মাষ্টমীতে বাল গোপালের পুজোয় সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল ভোগ । ৫৬ রকমের ভোগ অর্পণ করা হয় বাল গোপালকে (56 bhog to Shri Krishna) । ভাত, ডাল, লুচি থেকে তালের বড়া, ক্ষীর মালপোয়া, লস্যি কী থাকে না ! আর মাখন, মিছরি ছাড়া তো গোপালের ভোগই অসম্পূর্ণ । তবে, এই ৫৬ ভোগের পিছনে এক পৌরাণিক গল্প রয়েছে ।
ভগবান শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ দেওয়ার সঙ্গে একটি প্রচলিত বিশ্বাস জড়িয়ে আছে । মাতা যশোদা বাল গোপালকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন । একবার,ইন্দ্রদেব তাঁর পুজো না করার জন্য গোকুলবাসীদের উপর রুষ্ট হন । রেগে গিয়ে, প্রবল ঝড়-বৃষ্টিপাত শুরু করেন । পুরো গোকুল জলে ডুবে যায় । তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষার জন্য তাঁর এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেন ।
আরও পড়ুন, Janmashtami Recipe: জন্মাষ্টমী-তে তালের বড়া খাওয়ার খুব সাধ? জেনে নিন রেসিপি
কথিত আছে যে, শ্রীকৃষ্ণ পরপর সাত দিন পর্বত এক আঙুলে বহন করেছিলেন । সেই সময় তিনি অন্ন-জল একেবারেই গ্রহণ করেননি । ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাতা যশোদা এবং ব্রজবাসীরা মিলে সাত দিন ও অষ্টপ্রহর হিসেবে ৫৬ ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণের কাছে পরিবেশন করেন । তারপর থেকে জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ধরনের ভোগ দেওয়ার রীতি রয়েছে ।