গ্রীষ্ম নাকি শীত? কোন সময়টা আপনার জন্য সবচেয়ে উপযোগী? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, আবহাওয়ার পরিবর্তন মানুষের মেজাজের উপর বিরাট প্রভাব ফেলে।।যদি তাপমাত্রা ২১ ডিগ্রির উপরে উঠে যায় অথবা ১০ ডিগ্রির নিচে নেমে আসে, তাহলে মানুষজম নেতিবাচক চিন্তা করতে শুরু করেন। অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।
হেলথলাইন এই গবেষণার জন্য ৪ ধরণের মানুষকে বেছে নিয়েছিল- ১) যাঁরা গ্রীষ্মকাল পছন্দ করেন। রোদ্দুর যাঁদের প্রিয় ২) যাঁরা গ্রীষ্মকাল একেবারেই পছন্দ করেন না ৩) যাঁদের বর্ষাকাল অপছন্দ এবং ৪) প্রতিটি ঋতুতেই যাঁদের মেজাজ অপরিবর্তিত থাকে।
ওই রিপোর্ট অনুযায়ী, পছন্দের ঋতুতে মানুষ আনন্দে থাকেন। অন্য ঋতুগুলিতে তাঁরা বিষন্ন, ক্লান্ত এবং খিটখিটে হয়ে ওঠেন।