মা দুর্গার সন্তান কার্তিক। কার্তিক মাসে এই দেবতার পুজো করা হয়। কথিত আছে কার্তিক ছিলেন দেবতাদের সেনাপতি, তিনি মহাপরাক্রমশালী যোদ্ধা। পূরাণে বলা আছে, তারকাসুরকে বধ করতে গিয়ে যখন দেবতারা হিমশিম খাচ্ছেন তখন অজেয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। বাংলায় তিনি কার্তিক নামে পূজিত হলেও স্কন্ধ বা মুরুগান বা সুব্রম্মণ্য নামেও পরিচিত।
আরও পড়ুন: আজ সোনা কিনতে যাচ্ছেন ? সপ্তাহের দ্বিতীয় দিন হলুদ ধাতুর দাম কত জেনে নিন
কেউ কেউ বলেন কার্তিক ছিলেন চিরকুমার, তাঁর গায়ের বর্ণ উজ্জ্বল হলুদ, বাহন ময়ূর। কার্তিকের হাতে থাকে বর্ষা তীর ধনুক। অর্থাৎ তিনি বীর সেনাপতি। আবার কোথাও কোথাও বলা আছে, ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী কার্তিকের পত্নী। দেবী ষষ্ঠী সন্তান বড় না হওয়া পর্যন্ত তাঁর যত্ন নেন। তাই মনে করা হয়, সন্তানহীন দম্পতিরা কার্তিক পুজো করলে দেবী ষষ্ঠী সন্তুষ্ট হন।
জেনে নিন এই বছরের কার্তিক পুজোর দিনক্ষণ-
সাধারণত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয়ে থাকে, বাংলা পঞ্জিকা মতে এবছর কার্তিক পুজো ৩০ শে কার্তিক, অর্থাৎ বৃহস্পতিবার। ইংরেজি তারিখ ১৭ নভেম্বর। বাংলার বেশ কিছু অঞ্চলে মহা ধুমধামে কার্তিক পুজো করা হয়। কাটোয়ার কার্তিক পুজো বেশ বিখ্যাত।