“আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে..”
বৈশাখ মানেই বাঙালির প্রধান দুই উৎসব। শুরুতে পয়লা বৈশাখ এবং শেষে ২৫ বৈশাখ। বাঙালির প্রাণের ঠাকুর রবিঠাকুরের জন্মদিন। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭মে) জন্মগ্রহণ করেন তিনি। এবছর তাঁর ১৬২ তম জন্মদিন। শৈশব থেকে মৃত্যু অবধি মানুষের জীবনের বিভিন্ন সময়ের জন্যই তাঁর কলম চলেছে।
Saturday Special Chanar Recipe: শনিবারে নিরামিষ খাবেন ? বানিয়ে ফেলুন ছানার ডালনা
জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই দিন মহাসমারোহে উদযাপন করা হয় রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) বাঙালির জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। শিশুর মুখের আধো আধো কবিতা, কিংবা অচেনা সঙ্গীত শিল্পীর মুগ্ধ করা গান, অথবা পাড়ার ছেলেদের নিয়ে নাটক। রবীন্দ্রনাথ সক্কলের।