আলোর উৎসবের আর বাকি হাতেগোনা মাত্র কয়েকটা দিন। তবে, দীপাবলি তো শুধু আলোর উৎসবই নয়, তা ঘর সাজানোরও উৎসব বটে। কিন্তু কীভাবে সুসজ্জিত করে তুলবেন নিজের ঘরকে? এখানে রইল কয়েকটি টিপস। দেখে নিন। আর, তা কাজে লাগিয়ে আপনার ঘরকে করে তুলুন প্রতিবেশীর ঈর্ষার কারণ!
পুরনো জিনিস ফেলে দিন:
বহু পুরনো পরিত্যক্ত জিনিস আমাদের বাড়িতে থাকে। সেইগুলোকে একজোট করে ফেলে দিয়ে আসুন। আলোর উৎসবে পুরনো সব যাক ভেসে যাক। আসুক নতুন।
পুরনো বই ও জামাকাপড় বিতরণ:
আমাদের সকলের ওয়ার্ডড্রোবেই এমন অনেক জামাকাপড় থাকে যা আমরা বহুদিন পরি না। দীপাবলি আনন্দের উৎসব। আপনার সেই পুরনো জামাকাপড় এবং পুরনো বই দান করে দিয়ে অপরের মুখেও হাসি ফুটিয়ে তুলুন।
ঘরের পর্দা ও বেডশিট পরিষ্কার করুন:
ঘরের পর্দা ও বিছানার চাদগুলো পরিষ্কার করে কাচুন অথবা নতুন কিনুন। শুধু তাই নয়। সোফা, টেবিলক্লথ কুশন কভার পরিষ্কার করুন সবই। ঝকঝকে করে তুলুন নিজের যাপনের চারপাশ।
পরিষ্কার করুন টয়লেট ও কিচেন
আমাদের প্রত্যেকের ঘরের দুটি সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হল টয়লেট ও কিচেন। এই দুটি জায়গা পরিষ্কার করে রাখা অত্যন্ত জরুরি। বলা হয়, একজন মানুষ কেমন, তা বোঝা যায় তাঁর জুতো দেখে। আর, একজনের ঘর কেমন, তা বোঝা যায়, তাঁর রান্নাঘর ও বাথরুম দেখে।
দীপাবলির উৎসবে আপনার ঘরে বহু মানুষ আসতে পারেন। তাঁদের জন্য এবং নিজের জন্যও গুছিয়ে সুন্দর করে তুলুন। আপনার ঘরের প্রতিটি পরিসরই হয়ে উঠুক সুখী গৃহকোণ।