'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...' জীবনানন্দ দাশের এই লাইনকে বাঙালি বহু যুগ ধরে আপন করে নিলেও চুলের রঙ (Hair colour) নিয়ে একই মাপের আবেগ পোষণ করা শুরু করেছে হালেই। গবেষণা জানাচ্ছে, চুলে রং (Har style) করলে তা আত্মবিশ্বাস বাড়ায় এবং চেহারাতেও চোখে পড়ার মত একটি বদল আনে। চুলের রঙের ট্রেন্ড অনুযায়ী, জনপ্রিয়তার শীর্ষ স্পর্শ করেছে ব্যালায়েজ (Balayage), ফ্রস্টিং (Frosting), রেনবো (Rainbow) এবং গ্লসিং (Glossing)।
আরও পড়ুন: পুরভোটে একাই ১০০ তৃণমূল, চমক দার্জিলিঙে হামরো পার্টি, এবারও হারিয়ে গেল বিজেপি
আপনি কি চুলে রং করে নিজের চেহারার উল্লেখযোগ্য বদল ঘটাতে চান? তাহলে এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
ব্যালায়েজ (Balayage)
ফরাসিতে এই শব্দটির অর্থ 'পরিষ্কার করা'। এই বিশেষ প্রযুক্তিতে চুলের বিভিন্ন অংশে হাইলাইট করা হয়। এই হাইলাইট সাধারণ চুলের রঙের থেকে খানিকটা হালকা।
ফ্রস্টিং (Frosting)
'নুন-মরিচ' চুল পছন্দ আপনার? তাহলে এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন চুলে। কয়েকটি চুল নিয়ে তাতে ব্লিচ করা হয় আর বাকি অংশটা ছেড়ে রাখা হয়।
ফ্রেঞ্চ গ্লসিং (Rainbow)
এটিও চুলের রং করার অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। চুলের গোড়া এবং মাঝখানে অ্যামোনিয়া-মুক্ত গ্লস ব্যবহার করা হয়।
রেনবো (Glossing)
সাহসী হতে চান? সমাজকে দিতে চান কোনও বার্তা? তাহলে চুলকে রাঙিয়ে নিন এই রামধনুর রঙে। বেগুনী, নীল, আসমানি, কমলা, সবুজ, হলুদ, কালো- রামধনুর এই সাতটা রঙেই ইচ্ছেমত রাঙিয়ে নিতে পারবেন আপনার চুল এই বিশেষ পদ্ধতির মাধ্যমে।