দরজায় কড়া নাড়ছে দীপাবলি। আর দুটো দিন পরেই পুরো ছুটির মেজাজে চলে যাবে বাঙালি। বাড়িতেও আত্মীয়স্বজনের আনাগোনা লেগেই থাকবে, আর তাদের জন্য ভালো-মন্দ রান্না তো করতেই হবে। কিন্তু একবার ব্যাগ হাতে বেরোনোর আগে একবার বাজার দরটা জেনে না গেলে অনেক সময়েই পস্তাতে হতে পারে। তাই লিস্টি রেডি রাখুন কী কী কিনবেন, আর মোটামুটি একটা ধারনা থাকুক কোন জিনিসের কেমন দাম।
রোজই যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়ছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আলোর উৎসবের আগে কিছু কিছু সবজির দাম কিন্তু কেজি প্রতি ৫-১০ টাকা কমেছে। মাছের বাজারেও দামের বেশ কিছুটা বদল দেখা গিয়েছে। কাঁচা সবজির বাজারে জ্যোতি আলুর দাম চলছে কিলো প্রতি ২৮ টাকা, চন্দ্রমুখী আলু ৪০ টাকা কিলো, আদা কিলো প্রতি ১০০ টাকায় বিকোচ্ছে। রসুন ৯০ টাকা কিলো, পেঁয়াজ ২৪ টাকা কিলো। নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে বেগুন ৪০ টাকা, পটল ২০ টাকা, ঢ্যাঁড়শ প্রতি কিলো ৫০ টাকা, টোম্যাটো ৮০ টাকা কেজি।
মাছের বাজারে ঢুঁ মারার আগে দাম গুলি একবার মাথায় রাখুন। রুই বিকোচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকা কেজি দরে, কাতলা কেজি প্রতি ২৫০ থেকে ৪৫০, ভেটকি ৩৫০ থেকে ৪৪০, ইলিশ ৫০০ থেকে ১৩০০ টাকা কেজি, বাটা ১২০ থেকে ১৫০, ভোলা ১২০-২০০ টাকা কেজি। বাগদা চিংড়ি ২০০ থেকে ৪০০ টাকা কেজি।
এদিকে পোলট্রির ডিম ১১ টাকা জোড়া, দেশি মুরগির ডিম্ ১৭-১৭ টাকা জোড়া, হাঁসের ডিমের দাম ১০ টাকা পিস্। পোলট্রির মুরগির মাংসের দাম কাটা ২২০ টাকা কেজি, গোটা ১৪০ টাকা। খাসির মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা দর।