শপিং করার নেশা আছে? কিছু দেখলেই মনে হয় কিনে ফেলি এক্ষুনি? এমনটা যদি হয় এবং তা নিয়ে আপনি পদে পদে বিব্রত হন, তাহলে তার থেকে মুক্তির উপায় বাতলে দেওয়ার জন্য চলে এল নতুন গবেষণার রিপোর্ট। এই গবেষণায় জানা গিয়েছে, শপিং-এর অদম্য নেশার নেপথ্যে আরও অনেককিছুর সঙ্গেই রয়েছে অত্যধিক কফি সেবনের অভ্যাসও। কফির মধ্যে থাকা ক্যাফিন এই বিশেষ নেশাকে আরও ত্বরান্বিত করে। যে কারণে, বহুজাতিক পোশাক-বিপণীর সামনে কফিশপের এত আধিক্য।
গবেষণার জন্য গবেষকরা একটি পোশাক-বিপণী ও ঘর সাজানোর উপকরণের দোকানের সামনে এসপ্রেসো মেশিন রেখে দিয়েছিলেন। ওই দোকানগুলিতে প্রবেশ করার সময় ক্রেতাদের বিনামূল্যে কফি দেওয়া হচ্ছিল। তার সঙ্গেই দেওয়া হচ্ছিল জল।
গবেষণায় দেখা গিয়েছে, যে ক্রেতারা কফি খেয়ে শপিং করতে আরম্ভ করেছেন, তাঁরা নিজেদের অন্তত ৫০ শতাংশ অর্থ ব্যয় করেছেন শপিং-এর পিছনে। যার পরিমাণ, যাঁরা জলপান করেছেন শুধু, তাঁদের থেকে অন্তত ৩০ শতাংশ বেশি! গবেষকদের দলটি অনলাইন শপিং-এর ক্ষেত্রেও এই প্রবণতা আবিষ্কার করেছেন।
তাই, অত্যধিক কেনাকাটার স্পৃহা ত্যাগ করতে ক্যাফেইন আছে এমন পানীয় সেবন করার ব্যাপারে সতর্ক হতে বলছেন ওই গবেষকদের দল।