আজ ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ (22nd February) । এতো সবারই জানা । এতে আবার নতুনত্ব কী আছে ? তা, আছে বইকি । ক্যালেন্ডারে আজকের তারিখটা অভিনব । বিষয়টা একটু খোলসা করেই বলা যাক ।
আজ তারিখের ফরম্যাটটা (Date Format) লক্ষ্য করেছেন ? ২২.০২.২০২২ । অর্থাৎ সামনে থেকে দেখলে একইরকম আবার পিছন থেকে দেখলেও একইরকম দেখাবে । যা একেবারে দুর্লভ ।
সাধারণত আমরা মাস, তারিখ লিখি ব্রিটিশ ফরম্যাটে (British Format) । সেখানে প্রথমে আসে তারিখ, তারপর মাস ও তার পর বছর । আমেরিকার (America) সাল তারিখ লেখার একটি ফরম্যাট রয়েছে । সেটিতে প্রথমে মাস, তারপর তারিখ, তারপর বছর আসে । আমেরিকার নিয়ম অনুসারে ২০ ফেব্রুয়ারিও এমন একটি দিন ছিল, যেখানে তারিখে শুরু বা শেষ থেকে দেখলে একই রকম ছিল, অর্থাৎ ২.২০.২০২২ ।