বাংলায় পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) হিসেবে পালন করা হয় । এদিন, বাঙালির ঘরে ঘরে পুজো হয় । মকর সংক্রান্তির দিন পবিত্র গঙ্গায় স্নান করে সূর্যের পূজার্চনা করার রীতি রয়েছে । সেইসঙ্গে পিঠে, পুলি, পায়েসের আমেজে মজে বাঙালি । মকর সংক্রান্তি শুধু বাঙালির উৎসব নয় । গোটা দেশে মকর সংক্রান্তি (Makar Sankranti Date ) বিভিন্ন নামে পালন করা হয় । গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু , তামিলনাড়ুতে পোঙ্গল নামে খ্যাত । মকর সংক্রান্তির দিন কোথাও কোথাও ঘুড়ি ওড়ানোরও রীতি রয়েছে ।
এবছর কবে পড়েছে মকর সংক্রান্তি ? পঞ্জিকা মতে, ২০২৩ সালের মকর সংক্রান্তির দিন ও তারিখ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে । এবছর ১৪ জানুয়ারি ৮.১৪ মিনিটে মকর সংক্রান্তির তিথি পড়েছে । কিন্তু, রাতের তিথিতে স্নান করা যাবে না । তবে, তিথি ১৫ জানুয়ারি পর্যন্ত থাকছে । তাই, মকর সংক্রান্তি এবার ১৫ জানুয়ারি পালনের কথা বলা হচ্ছে । এদিন, সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত তিথি থাকবে ।
আরও পড়ুন, Winter North Bengal Destination: মেঘেদের আনাগোনা,পাহাড়িয়া গান, ঘুরে আসুন উত্তরবঙ্গের এই তিন ঠিকানায়
এখন খরমাস চলছে । এসময় বিয়ে, অন্নপ্রাশনের মতো কোনও শুভ কাজ করা যায় না । মকর সংক্রান্তির সঙ্গেই খরমাস বা মলমাস শেষ হয়ে যায় । তারপর মাঘ-ফাল্গুন জুড়ে থাকে শুভ কাজের মরসুম ।