১৯৮৭ সাল থেকে ১ ডিসেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব এইডস দিবস (World AIDS Day), HIV রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই উদ্যোগ নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সারা বিশ্বে যাঁরা হিউম্যান ইউমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা HIV এর সঙ্গে লড়াই করে আসছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও এই দিনের মূল লক্ষ্য।
আরও পড়ুন: ডেলিভারির তিন মাস পরেই দারুণ ফিট সোনম কাপুর, মা হওয়ার প কীভাবে কমাবেন ওজন
বিশ্ব এইডস দিবস ২০২২ এর থিম হল 'সমতা’, অর্থাৎ প্রত্যেক নাগরিককেই টেস্টের আওতায় আনতে হবে, এবং গড়ে তুলতে হবে HIV মুক্ত সমাজ। ইউনিসেফের এক প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত AIDS এর কারণে প্রাণ হারিয়েছেন বিশ্বের প্রায় চার কোটিরও বেশি মানুষ। কেবল ২০২১ সালেই এইডস-এ মৃত্যু হয়েছে ৬.৫ লক্ষ জন।
বর্তমানে অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসা (ART) ছাড়া আর কোনো চিকিৎসা নেই। WHO এর মতে, মানবাধিকারের ক্ষেত্রে বৈষম্য-বিভাজন এবং উপেক্ষা’ এইডসকে এত বাড়তে দিয়েছে। এছাড়া HIV নিয়ে নানা কুসংস্কারও প্ৰচলিত রয়েছে, তার প্রতিবাদ করাও AIDS দিবসের মূল লক্ষ্য।